ইউজার ফোরামের , ক্ষতিগস্ত গ্রাহকরা বলেন। দিনের পর দিন মিথ্যা আশ্বাস দিয়ে আসছে প্রতারক আল আমিন। আমরা তাদের মিথ্যা আশ্বাসের পেছনে ঘুরতে ঘুরতে আমাদের ঘাড়ে পাওনাদারদের টাকার পাহাড় চেপে বসেছে, যে টাকা পরিশোধ করার ক্ষমতা আমাদের নেই। পাওনাদারদের চাপে বাড়িঘর ছেড়ে সর্বস্বান্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। এখন হামলা মামলার ভয়ে আমরা বাড়িঘর ছাড়া। আমাদের ও আমাদের পরিবারের ওপর জীবননাশের হুমকি আসছে। আজ আমরা কোনো কূলকিনারা পাচ্ছিনা। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের এমডি আলামিন প্রধানের কাছ থেকে আমাদের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিনিয়াগ করা অর্থ যাতে ফেরত পাই, সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকারের উচ্চপদস্থ প্রশাসনের ভূমিকা আশা করছি।


ক্ষতিগস্ত গ্রাহকরা বলেন।প্রতারক আলামিনের হাত থেকে সুশৃঙ্খল জীবনে ফিরে আসার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় দেনার দায়ে আত্মহত্যা করা ছাড়া কোনো রাস্তা থাকবে না বলে মনে করেন তারা।


ইতিমধ্যে জানা গেছে

গণঅধিকার পরিষদের নেতা 

তারেক ভাই এর সাথে ক্ষতিগ্রস্ত ইউজার ফোরাম খুব শীঘ্রই 

SPC নিয়ে  লাইভ মিটিং করবেন।,