Spc ar মালিক আল আমিন প্রধান গ্রাহকের টাকা না দিয়ে . উল্টো হুমকি দিচ্ছে এমনটাই জানালেন একজন (সুব্রত বাবু) তিনি এটাও জানান বিভিন্ন গ্রুপের মাধ্যমে মিটিং করে আরো গ্রাহকের ক্ষতি করার চেষ্টা করছে সেই সাথে কিছু দালাল প্রকৃতির মানুষ তাকে সহযোগিতা করছে।

সুব্রত বাবু বলেন , যে কোন আর্থিক প্রতিষ্ঠান/কোম্পানির কাছে বকেয়া হিসাব চাওয়া কোন প্রতিষ্ঠানের এমডি’র মানসম্মানহানীর বিষয় না। গ্রাহক হিসাব চাইলে যে-কোন আর্থিক প্রতিষ্ঠান হিসাব দিতে বাধ্য। হিসাব না দিয়ে পলাতক অবস্থায়- প্রত্যেক মিটিং-এ এসে গ্রাহকদের উপর মানহানী মামলা দেওয়ার হুমকি সম্পূর্ণ বেআইনী। সুতরাং- দ্রুত বের হয়ে এসে গ্রাহকদের সাথে প্রাতিষ্ঠানিক দেনাপাওনার সকল হিসাব ক্লিয়ার করেন।