গত বছর এল টেস্ট জয়। এবার ওয়ানডে। পরপর দুই বছর দুই সংস্করণের ক্রিকেটে বাংলাদেশ দল প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর স্বাদ পেয়েছে। আগামীকাল থেকে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ, নিউজিল্যান্ডের মাটিতে আরও একটি ‘প্রথম’-এর আশা তো করতেই পারে বাংলাদেশ!


সেই ‘প্রথমটা’ আসুক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটির মধ্যেই, এটাও হয়তো চাওয়া। ওয়ানডে সিরিজের মতো সিরিজের শেষ ম্যাচে জ্বলে উঠতে চায় না বাংলাদেশ। বরং নেপিয়ারের সেই দাপুটে জয়ের আত্মবিশ্বাসটা টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগিয়ে চমক দেখাতে চায় নাজমুল হোসেনের দল। এ বছরের শুরুতে টি-টোয়েন্টির তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে একই কাজ করেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করলেও শেষ ম্যাচে বাটলারদের হারানোর আত্মবিশ্বাসটা বয়ে নিয়ে যায় টি-টোয়েন্টি সিরিজে।


নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ

টি-টোয়েন্টিতেও ‘প্রথম’-এর অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদকঢাকা



নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে শেষ ম্যাচটি জিতেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস কি টি–টোয়েন্টি সিরিজে কাজে লাগাতে পারবে নাজমুল হোসেনের দল

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে শেষ ম্যাচটি জিতেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস কি টি–টোয়েন্টি সিরিজে কাজে লাগাতে পারবে নাজমুল হোসেনের দলএএফপি

গত বছর এল টেস্ট জয়। এবার ওয়ানডে। পরপর দুই বছর দুই সংস্করণের ক্রিকেটে বাংলাদেশ দল প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর স্বাদ পেয়েছে। আগামীকাল থেকে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ, নিউজিল্যান্ডের মাটিতে আরও একটি ‘প্রথম’-এর আশা তো করতেই পারে বাংলাদেশ!



আরও পড়ুন

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ৩টি কবে ও কখন

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ৩টি কবে ও কখন

সেই ‘প্রথমটা’ আসুক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটির মধ্যেই, এটাও হয়তো চাওয়া। ওয়ানডে সিরিজের মতো সিরিজের শেষ ম্যাচে জ্বলে উঠতে চায় না বাংলাদেশ। বরং নেপিয়ারের সেই দাপুটে জয়ের আত্মবিশ্বাসটা টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগিয়ে চমক দেখাতে চায় নাজমুল হোসেনের দল। এ বছরের শুরুতে টি-টোয়েন্টির তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে একই কাজ করেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করলেও শেষ ম্যাচে বাটলারদের হারানোর আত্মবিশ্বাসটা বয়ে নিয়ে যায় টি-টোয়েন্টি সিরিজে।


গত মার্চে ইংল্যান্ডকে টি–টোয়েন্টি সিরিজে হারায় বাংলাদেশ

গত মার্চে ইংল্যান্ডকে টি–টোয়েন্টি সিরিজে হারায় বাংলাদেশপ্রথম আলো

আর গত মার্চের সেই টি-টোয়েন্টি সিরিজের ফলটা তো সবার মনে থাকার কথাই। বাংলাদেশ ইংলিশদের ৩-০ ব্যবধানে হারিয়ে চমক দেখায়। কাল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু নেপিয়ার থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় দলের কোচিং স্টাফের এক সদস্য তা মনে করিয়ে দিলেন, ‘ওয়ানডের মতো বেশি দেরি করা যাবে না। সিরিজের প্রথম দুই ম্যাচেই কিছু করতে পারলে সিরিজটা দুই দলের জন্যই খুলে যাবে। এটা টি-টোয়েন্টি, যেকোনো কিছুই হতে পারে।’


নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকলেও টি-টোয়েন্টি দলটা নিয়ে আশাবাদী হওয়ার কারণ, এই সংস্করণে এ বছর বাংলাদেশের রেকর্ড। ইংলিশদের ধবলধোলাইয়ে শুরু করা ২০২৩-এ বাংলাদেশ টি-টোয়েন্টি খেলেছে ৮টি, হেরেছে মাত্র ১টিতে।